শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করল বিজিবি সদস্য

সাঁথিয়ায় স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করল বিজিবি সদস্য

আব্দুদ দাইন: শ্বশুর বাড়ীর কাউকে না জানিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পাবনার সাঁথিয়ায় সজল(২৪) নামে একজন বিজিবি সদস্য স্ত্রী,শ্বশুর-শাশুড়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১ টার দিকে উপজেলার আতাইকুলা থানাধীন মাধপুর গ্রামে । জানা যায় চলতি বছরের ২১ জুলাই পারিবারিক ভাবে মাধপুর গ্রামের মজনু খাঁর কন্যা বিথীকা খাতুন এর সাথে উপজেলার সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের ফজলুল হক খানের ছেলে সজলের সাথে রেজিষ্ট্রি বিহীন স্থানীয় মৌলভী দ্বারা বিবাহ সম্পন্ন হয়। নতুন চাকুরীর কারনে বিবাহ রেজিষ্ট্রি হয়নি বলে জানান। সজল খান আইডি নং-৯৪, জিডি-১৬০২৬৯, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ান (৫৯) বিজিবির সদস্য। ৩’শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উপস্থিত উভয় পক্ষের অভিভাবক, স্বাক্ষী ও সজলের স্বাক্ষরিত স্ট্যাম্পে ৫ লক্ষ টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে হয়। কয়েক মাস পর সজলের দাবির প্রেক্ষিতে ও কন্যা সুখের কথা চিন্তা করে শ^শুড় মজনু খাঁ জামাইকে আরো ১ লক্ষ টাকা দেন।

বিথীর চাচা নজরুল ইসলাম জানান কাউকে না জানিয়ে সজল শশুড় বাড়ী আসেন। শ^শুড় বাড়ী আসার আগে সজল তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান তোমার ঘরের দরজা খোলা রেখো। বিষয়টি বিথি জানতে চাইলে সজল বলে এটা সারপ্রাইজ মাত্র। রাত ১১টার দিকে গেটের সামনে বিথি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। মেয়ের চিৎকার শুনে মা কমেলা খাতুন এগিয়ে গেলে সজল ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে এলোপাতারী ভাবে কোপাতে থাকে। বিথির পিতা মজনু খাঁ এগিয়ে এলে তাকেও কোপায় জামাই সজল। বাড়ীর পাশের প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই পাশে রাখা সিএনজি নিয়ে পালিয়ে যায় বিজিবি সদস্য সজল। ওই রাতেই আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি)জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিথির অবস্থা আশংকা জনক বলে চিকিৎসক জানান। আতাইকুলা থানা অফিসার ইনচার্জ(ওসি)জালাল উদ্দিন বলেন এখনও মামলা হয়নি। তবে মৌখিক ভাবে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) কে জানানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments