মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ইছামতি নদীতে চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত, বিজয়ীদের ষাড়গরু পুরস্কার

সাঁথিয়ায় ইছামতি নদীতে চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত, বিজয়ীদের ষাড়গরু পুরস্কার

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় বোয়াইলমারী বাজার বনিক সমিতির আয়োজনে সাঁথিয়ার ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাড.মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে প্রতিযোগীতাটি উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠনে সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স¦রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পরেশনের চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, বাংলাদেশ টুরিজ্যম বোর্ডের সিইও জাভেদ আহম্মেদ, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, পাবনা জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাড. বেলায়েত হোসেন বিল্লু, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শীলাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ী সরদার এক্সপ্রেস শেরে বাংলা ভিটাপাড়া, ২য় স্থান মায়ের দোয়া আফড়া, ৩য় স্থান চরআঙাড়রু শাপলা এক্সপ্রেস। এবছর বিজয়ীদের ব্যতিক্রধর্মী ষাড়গরু পুরস্কার হিসেবে দেয়া হয়। নৌকাবাইচ দেখতে হাজার হাজার নারী পুরুষের নদীর দু’পাড়ে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments