শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জয়নাল আবেদীন: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টায় প্রতিবাদের সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এদেশে শুধু বৃহৎ শিল্পগোষ্ঠীই নয়। তারা সাংবাদিক বান্ধব। তাদের মিডিয়া গ্রæপ থেকে প্রকাশিত গণমাধ্যম এদেশের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভবনার কথা দেশবাসির নিকট দায়িত্বশীলতার সাথে তুলে ধরছেন। সাংবাদিক বান্ধব বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীরকে হত্যার প্রচেষ্টা সাংবাদিক সমাজ কখনোই মেনে নিবেন না। বক্তারা এই ঘটনার অন্তরালে যারা রয়েছেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে রংপুরের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক ( (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পি, প্রেসক্লাবের সংস্কৃতি বিষয়ক সম্পাদক একেএম মইনুল হক, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, যমুনা টিভির বিভাগীয় প্রধান সরকার মাজহার মান্নান, নিউজ-২৪ এর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের রংপুরের সাধারণ সস্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান,দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম জয়, সাংবাদিক মোহাম্মদ আলী, রবিউল ইসলাম দুখু, মামুনুর রশিদ, সহিদুল ইসলাম মানিক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রংপুর নজরুল মৃধা। বক্তরা দ্রæত বসুন্ধরা গ্রæপের এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে দেশের মিডিয়া রক্ষার সাথে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। বক্তারা আরও বলেন বসুন্ধরা গ্রæপের এমডির কিছু হলে এর দায় দায়িত্ব আইনশৃঙ্খলাবাহিনীকে নিতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments