শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাএক`শ পাঁচ বছরে রংপুর কারমাইকেল কলেজ, নেচে গেয়ে উল্লাসে নানা অনুষ্ঠানে পালিত

এক`শ পাঁচ বছরে রংপুর কারমাইকেল কলেজ, নেচে গেয়ে উল্লাসে নানা অনুষ্ঠানে পালিত

বাংলাদেশ প্রতিবেদক: “হৃদয়ের টানে ফিরে আসি বারবার” এই শ্লোগানে রংপুর কারমাইকেল কলেজের এক‘শ পাঁচ বছর উপলক্ষ্যে এম্বুলেন্স উদ্ধোধন, বর্নাঢ্য র‌্যালি, আলোচনাসভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার পালিত হয়েছে ।

সকাল সাড়ে ৯টায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রাক্তন ছাত্র ছাত্রিরা বর্নাঢ্য র‌্যালি বের করে । র‌্যালিটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো কলেজ ক্যাম্পাসে ফিরে আসে । এর আগে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের দান কৃত অর্থে কেনা এম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি কলেজের প্রাক্তন ছাত্র বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ । এসময় তিনি বলেন রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র শুধু সারা বাংলাদেশেই নয় আজ সারা পৃথিবীতেই বিরাজ করছে । উচ্চ শিক্ষা প্রসারে এই কারমাইকেল কলেজ ব্যাপক ভুমিকা রেখে চলেছে । রাজধানী ঢাকায় অবস্থিত কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক জি এস, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাই কোট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম । কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি সরকারের অতিরিক্ত সচিব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ জাপা এমপি মশিউর রহমান রাঙা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড, মো: আমজাদ হোসেন আয়কর উপদেষ্টা জিয়াউর রহমান জিয়া বক্তব্য প্রদান করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments