শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে কাভার্ডভ্যানে ১৮২ বোতল ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

কক্সবাজারে কাভার্ডভ্যানে ১৮২ বোতল ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

কায়সার হামিদ মানিক: নারায়ণগঞ্জ থেকে আসা একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে র‍্যাব-১৫। এসময় কাভার্ড ভ্যানটির গাড়ি চালক ও সহকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার শহরের প্রবেশ মুখ লিংকরোডে পূর্ব তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র‍্যাব।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে মোহাম্মদ শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৪)।

র‍্যাব-১৫ ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান- গোপন সংবাদে খবর আসে গাড়িতে করে ফেনসিডিলের চালান আসছে। এমন কবর পেয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগ স্থল লিংক রোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা ঢাকা মেট্রো-ট-২৪-১৩৩৩ নম্বর কাভার্ড ভ্যান তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিলের পোটলা উদ্ধার হয়। সেখানে ১৮২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় সাথে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ি চালক ও সহকারীকে। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments