শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে 'সম্প্রতি বাংলাদেশ'

ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ‘সম্প্রতি বাংলাদেশ’

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে হঠাৎ করে গত ১৪ নভেম্বর থেকে পাগলা নদীর পাশে ধসে পড়েছে প্রায় ৩১টি বসতবাড়ি। ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সম্প্রতি বাংলাদেশ।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ সনাতন ও মুসলমান পরিবারগুলোকে চাল, ডাল, তেল, আটাসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে এসময় কুনাল মুখার্জী এবং পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ন মহাপরিচালক ডা. তরিৎ কুমার সাহাসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত এক পথসভায় ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের লক্ষ্যে স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তি, রাজনীতিবিধ ও প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান তারা। এর আগে তারা ক্ষতিগ্রস্থ এলাকাটি ঘুরে দেখেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments