শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সোমবার বেলা ১১টায় নগরের অশ্বীনি কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসা বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

বিএনপির নেতারা জানান, সমাবেশস্থলে নেতাকর্মীরা একসঙ্গে আসার সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, পুলিশের ধাওয়ার মুখে বিএনপির নেতাকর্মীরা ছোটোছুটি শুরু করলে সদর রোডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, সদস্য সচিব অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো: শহিদুল্লাহ, কোতয়ালী বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, কৃষক দল সভাপতি এইচ এম মহসিন, জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, উত্তর জেলা মহিলা দল সভাপতি শায়লা শারমিন শিমু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, নিশিরাতের সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী লীগ সরকার এখন প্রতিহিংসার রাজনীতি করছে।

তারা বলেন, বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে এখন তার মৃত্যু কামনা করছে সরকার। যতই প্রশাসন দিয়ে আমাদের সভা-সমাবেশে বাধা সৃষ্টি করা হোক না কেন, আমাদের আটকে রাখতে পারবে না। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বন্দি করে এখন তারা বিদেশে যাওয়ায় বাধা সৃষ্টি করছে। খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments