শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা গেজেট নোটিফিকেশনের হালনাগাদ করার লক্ষে মতবিনিময় সভা

রংপুর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা গেজেট নোটিফিকেশনের হালনাগাদ করার লক্ষে মতবিনিময় সভা

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশনের নিমিত্তে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে অংশিজনের মতামত বিবেচনায় নিয়ে হালনাগাদ করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, রংপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ মাহাবুব রহমান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর চেম্বার প্রতিনিধি পার্থ বোস, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, সওজ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোঃ আবু সাইম, সাংবাদিক আফতাব হোসেন, গণপূর্ত বিভাগ রংপুরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ লাফিউর রহমান, বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু,সেকেন্দার আলী, হারুন অর রশিদ, মুনতাসির শামীম লাইকো, নজরুল ইসলাম দেওয়ানী, রবিউল আবেদিন রতন, আমিনুর রহমান, ফেরদৌসী বেগম, প্রশাসনিক নাঈম উল হক ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।সভায় পরিকল্পনা উপস্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম।মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশনের নিমিত্তে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে অংশিজনের মতামত বিবেচনায় নিয়ে হালনাগাদ করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments