বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলানিম্নমানের খাবার তৈরির অপরাধে টাঙ্গাইলে ৪ হোটেল মালিককে জরিমানা

নিম্নমানের খাবার তৈরির অপরাধে টাঙ্গাইলে ৪ হোটেল মালিককে জরিমানা

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলে চার হোটেলের মালিককে নিম্নমানের খাবার তৈরির অপরাধে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার,সনি স্টারকে ৫ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এ জরিমানা করেন।এসময় অন্যান্য ব্যবসায়ীকেও সচেতন করা হয়। নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান,নিম্নমান,অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও দামের বিষয়ে অভিযোগ ছিল। সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়েছে।হোটেলের সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments