শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ৬০ জন কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ

চান্দিনায় ৬০ জন কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২ টি পৃথক ব্যাচে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চান্দিনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কন্দাল ফসল (লতি কচু,পানি কচু, গোল আলু, মিষ্টি আলু) এর পরিচিত ও উৎপাদন প্রযুক্তি এবং রোগবালাই পোকামাকড় দমন ব্যবস্থাপনা বিষয়ে ওই প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণ প্রদান করেন- কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন হোসেন, চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রোমেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনির আহম্মদ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments