শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলা'জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে'

‘জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে’

তাবারক হোসেন আজাদ: জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তবেই তোমরা সাফল্যে পৌঁছাতে পারবে। সময়টাকে অবহেলা করবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায়। এতে শিক্ষার্থীরা প্রাণ চাঞ্চল্য অর্জণ ও পড়ালেখায় অধিক মনোযোগী হয়।

বুধবার (১ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদে উদ্দেশ্যে এসব কথা বলেন। এতে ১৭ টি ইভেন্টে ৫১ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্থানীয় সাংসদসহ অতিথিরা।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী ও রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দি রুবেল ভাট।

এসময় উপস্থিত ছিলেন, যুগান্তর সাংবাদিক তাবারক হোসেন আজাদ, সহকারি অধ্যাপক মোঃ হানিফ মিঞাঁ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি, উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক কাউছার হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক শরিফ হোসেন প্রমুখ।

সাংসদ নযন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এক সময় ঐতিহ্যবাহী এ কলেজটি রাজনীতিতে ও খেলাধুলায় প্রানোবন্ত ছিলো। আজকে তার ভাটা পড়েছে। ১০ জন শিক্ষকের পদ পুরনের চেষ্টাও করা হচ্ছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগীতা করে। খেলাধুলায় শিক্ষার্থীরা প্রাণ চাঞ্চল্য অর্জণ করে। এতে তারা পড়ালেখায় অধিক মনোযোগী হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments