মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭

বাংলাদেশ প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ)শুভ্র সাহা এবং এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিনদ্বয়ের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানাধীন চর কালীবাড়ী এলাকা হইতে শুভ্র সাহা ০৩মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানার আসামী ১। মোঃ মোস্তফা কামাল, পিতা-মোঃ মঈন উদ্দিন মুন্সি, সাং-দক্ষিণ চর কালিবাড়ী (মর্তুজা আলীর বাড়ির সামনে), ডাকঘর-লাল কুঠির দরবার শরিফ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে এবং শাহ মিনহাজ উদ্দিন আরকে মিশন রোড এলাকা হইতে জিআর পরোয়ানাভূক্ত আসামী ২। সুপ্লব বনিক, পিতা-মৃত দিনেশ চন্দ্র বনিক, সাং-আর.কে মিশণ রোড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ বাইপাস রোডস্থ কেওয়াটখালী ওয়াপদাহ অফিসের পিছনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ডাকাতির চেষ্টা মামলায় ধৃত আসামী ১। ইমরান খান ওরফে রিফাত (২৫) এর হেফাজত হইতে ০১টি কিরিচ যাহা বাট সহ লম্বা ২৩ ইঞ্চি, ২। মোঃ রানা (২৫) এর হেফাজত হইতে ০১টি সামুরাই যাহা লম্বা ৩০ ইঞ্চি, ৩। শাহাদৎ হোসেন বাবু (৩৩) এর হেফাজত হইতে ০১টি সামুরাই যাহা লম্বা ২৭ ইঞ্চি, ৪। সুপ্লব বনিক (৩৬) এর হেফাজত হইতে ০১টি সামুরাই যাহা লম্বা ২০ ইঞ্চি, ৫। উৎপল চন্দ্র দে (৪৫) এর হেফাজত হইতে ০১টি চাকু যাহা বাট সহ লম্বা ১২ ইঞ্চি এবং ৬। দুর্লভ সরকার (২৪) এর হেফাজত হইতে ০১টি সুইচ গিয়ার চাকু যাহা লম্বা ১০ ইঞ্চি উদ্ধার পূর্বক মামলার এজাহারনামীয় ০৬জন আসামী ১। ইমরান খান ওরফে রিফাত (২৫), পিতামৃতঃ আনোয়ার হোসেন, সাং-কৃষ্টপুর নিউ কলোনী, ২। মোঃ রানা (২৫), পিতা-মোঃ জুড়ল মিয়া, সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, ৩। শাহাদৎ হোসেন বাবু (৩৩), পিতা-জালাল গাজী, সাং-নওমহল বড়বাড়ী মসজিদ (হুসেন এর বাসার ভাড়াটিয়া), (ভাসমান), ৪। সুপ্লব বনিক (৩৬), পিতামৃতঃ দীনেশ ওরফে ধীরেন বনিক (ভাসমান), সাং- নওমহল সানফ্লাওয়ার স্কুলের গলি, ৫। উৎপল চন্দ্র দে (৪৫), পিতামৃতঃ সুশীল চন্দ্র দে, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া, ৬। দুর্লভ সরকার (২৪), পিতা-দিলীপ সরকার, সাং-কালিবাড়ী কবরখানা, সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদের গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আশিকুল হাসান ও এসআই(নিঃ) আরিফুল ইসলাম তাহাদের নিজ নিজ পুরাতন চুরি মালায় নিম্ন বর্নিত ০৪ জন সন্দিগ্ধ চোরকে গ্রেফতার করেন। ১। রাকিব মিয়া (২৭),পিতা-বাবুল মিয়া, ২।দেলোয়ার(২৬),পিতামৃত-জামশেদ, উভয় সাং-বড় কালীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং ৩। মোঃ নাজমুল (১৯), পিতা-বোরহান উদ্দিন, সাং-গোহালাকান্দা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, ৪।দীলিপ (৩২), পিতামৃত-জালাল, সাং- আকুয়া সিরদার আলী মার্কেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ০২কেজি গাঁজা ও ০৫গ্রাম হেরোইনসহ পৃথক পৃথক মামলায় মাদক ব্যবসায়ী ০৩জন আসামী ১। শাহ আলম (৩৬), পিতা-মৃত আক্কাস আলী, সাং-রঘুরামপুর, ২। আবুল কালাম (৪০), পিতা- মোঃ আব্দুল আলী, সাং-লেংড়া বাজার বেপারীপাড়া, ৩। মোঃ খোকন মিয়া (৩০), পিতা-মলু হোসেন, সাং- রঘুরামপুর সবজি পাড়া মাঠখলা, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদের কোতোয়ালী থানা এলাকার রঘুরামপুর সবজিপাড়া মাঠখলা সাহেদের মনোহারী দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর এবং রঘুরামপুর গ্রামস্থ জনৈক শাহ আলম (৩৬) পিং- মৃত আক্কাস আলীর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও পুরাতন ডাক্তার চেষ্টায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। মোঃ রবিন (২০), পিতা-মোঃ হায়দার আলী, ২।মোঃ জীবন (১৯), পিতা-মোঃ আবু তাহের, উভয় সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন পাটগুদাম র‌্যালির মোড় হইতে এসআই(নি) খোরশেদ আলম ধৃত করেন।

গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments