মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাগাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর খালেকুজ্জামান

গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর খালেকুজ্জামান

সুমন গাজী: গাজীপুর জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২১ মাসে অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার পেয়েছন জয়দেবপুর থানার দুই পুলিশ কর্মকর্তা।

গাজীপুর জেলা পুলিশ শাখার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর খালেকুজ্জামান নির্বাচিত হয়েছেন,এবং শ্রেষ্ঠ সহকারি সাব ইন্সপেক্টর হলেন এ এস আই ইউনুস মিয়া।

৫ নভেম্বর রবিবার সকালে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের এ সন্মাননা সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ বিপিএম (বার)।

জয়দেবপুর থানার নভেম্বর-২০২১ মাসে মাদক দ্রব্য উদ্ধার, চোর, ডাকাত গ্রেফতার, ছিনতাইকারী গ্রেফতারসহ মামলা তদন্ত, চুরি ছিনতাই রোধে ভূমিকাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখার ব্যাপক ভূমিকা পালন করেন সাব-ইন্সপেক্টর খালেকুজ্জামান এবং সহকারি সাব ইন্সপেক্টর এ এস আই ইউনুস মিয়া।

এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করে পুলিশ সুপারের নিকট থেকে চৌকস পুলিশের সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা আক্তার , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) ডাঃনন্দিতা মালাকার, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিনসহ গাজীপুর জেলার সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments