সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে নানা কর্মসুচিতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ৷ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ – ৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৷ এরপর পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়৷ বেলা সাড়ে এগারোটায় টায় পৌর শহরে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা হয়৷ এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী , আঃ বাতেন হিরু , জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ , ভাইচ চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,পান্না,উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ , সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ ৷ এছাড়া শোভাযাত্রায় ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেয়৷ এর পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড ওজনের কেক কাটা হয় ৷ এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে৷