আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার দুপুরে সাঁথিয়া শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। নজরুল জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, সাঁথিয়া শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম জামাল আহমেদ, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, শিক্ষক রতন দাস, সংস্কৃতি কর্মী বেলায়েত হোসেন প্রমুখ। বিদ্রোহী কবিতা আবৃত্তি মামুন, সাবরিনা ও রোজা। সংগীত পরিবেশন করেন শিমু সাহা, সাবিহা, অনন্যা, সংগীতা, স্মৃতিমনি, শুকদেব। নাচে অংশ নেন, স¤্রাট, জাহিদ, শোভন, লিজা, সংগীতা ও মহূয়া ধর।