রেজাউল ইসলাম পলাশ: পৌষের শীতের তীব্রতায় কাঁপছে শিশু থেকে শুরু করে বয়স্করা। এই তীব্র শীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্থানীয় সাংসদ বজলুল হক হারুন। ঝালকাঠির রাজাপুরে সাংসদের পক্ষ থেকে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নিজ নির্বাচনী এলাকা রাজাপুর-কাঠালিয়ার ১২ হাজার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন।
মঙ্গলবার ১১ জানুয়ারি সকাল ১১ টায় সাংসদের নিজ বাড়ি উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠিতে সাংসদের দুই ছেলে শাহ মো. নাহিয়ান হারুন ও মো. মাহির হারুন উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় নতুন গরম কাপড় পেয়ে অসহায়দের মুখে হাসি ফুটে উঠে। এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, রাজাপুর সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর, কাঠালিয়া সার্কেল) মোঃ মাসুদ রানা, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী সহ রাজাপুর, কাঠালিয়ার আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।