শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরের কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও শীতবস্ত্র উপহার

রংপুরের কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও শীতবস্ত্র উপহার

জয়নাল আবেদীন: মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।

রংপুর জেলার কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনজুরুল ইসলামের উদ্যোগে প্রায় একশ মুক্তিযোদ্ধাদের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।

কাউনিয়াা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী , বীরমুক্তিযোদ্ধা জুলফিকার আলী, সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ, রংপুর মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন সহ অন্যরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম ।

বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সারা দেমে বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ণ করেছেন। তারা এখন নানা সরকারী সুযোগ-সুবিধা পাচ্ছেন। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে। ওই কুচক্রি মহল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শকে মুছে ফেলতে চায়। তাদের প্রতিহত সহ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতৃবৃন্দরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments