রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে টিকা দিতে আসা ছাত্রীদের ইভটিজিং, ৫ শিক্ষার্থী আহত

ভূঞাপুরে টিকা দিতে আসা ছাত্রীদের ইভটিজিং, ৫ শিক্ষার্থী আহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। এঘটনায় উপজেলা পরিষদ চত্ত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপর বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত হামলা চালায়।

জানা গেছে, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। এদিন উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, আলহাজ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়। এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাড়ায়। এসময় লাইনে দাড়ানো ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮)। এসময় অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। পরে ওই দুই বহিরাগত ফোনে অন্যান্য বহিরাগতদের এনে শিক্ষার্থীর উপর হামলা করে। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ৫জন শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্ত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল কাউয়ুম বলেন, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানা গেছে। পরে দুইজন শিক্ষার্থীকে পাওয়া যায় যারা হামলায় আহত হয়েছে। শাকিবের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। এই বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি।

ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, টিকা দেয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মিমাংসা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, টিকা নিতে লাইনে দাড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সাথে ঘটনা ঘটেছে কিনা জানা নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments