এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে রঞ্জন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস.এম মোশাররফ হোসেন মিন্টু,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা,অর্থ-সম্পাদক মো. ওমর ফারুক ও সদস্য মো. ইমন আল-আহসান।
আরও উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো.মাহবুব আলম,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো.কবির তালুকদার,কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস.এম আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।