তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি ইউনিয়নের দরিদ্র ৯৩ গ্রামপুলিশের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপারগন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে থানার কম্পাউন্ডে এ কম্বল বিতরন করা হয়।।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর, সার্কেল) মিমতানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনে থোয়াই মারমা, ডিআইওয়ান মোঃ আজিজুর রহমান ও থানার ওসি শিপন বড়ুয়া প্রমূখ।
মোঃ দেলোয়ার হোসেন (৪২) নামেে গ্রামপুলিশ নেতা পুলিশ সুপারের দেয়া কম্বল পেয়ে বলেন, শীতের রাতে দায়িত্ব পালন করতে কষ্ট হয়। আজ রাতের শেষে দিনে ভাল ঘুম হবে। পরিবারও কম্বল পেয়ে খুশি হবেন। আল্লাহ স্যারের ভাল করুক।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কুমার নাথ বলেন, কনকনে ঠান্ডায়-দরিদ্র গ্রামপুলিশরা পুলিশের পক্ষ থেকে শীতের কম্বল পেয়ে মহাখুুশি। হঠাৎ করে গ্রামে শীত জেঁকে বসেছে। এখানকার গ্রামপুলিশরা অধিকাংশই গরীব।