জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার বিকালে কেশবপুর শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ- জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহকারী অধ্যপক ও সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, যুবলীগের আহবায়ক বিশ^াস শহিদুজ্জামান শহিদ, সাংবাদিক তন্ময় মিত্র বাপ্পি, আব্দুল করিম প্রমুখ।