জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ দেড় কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানায় মঙ্গলবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদ হোসেনের অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ মর্ডান মোড় সংলগ্ন হোটেল আজাদ আবাসিক, রংপুর এর সামনে থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য দেড় কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ বগুড়া জেলার ধুনট উপজেলার নাংলু এলাকার মোঃ ইমরান আলী নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে । পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয় এবং গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
পুলিশ আরো জানিয়েছে রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।