তাবারক হোসেন আজাদ: কুমিল্লার লাকসামে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (২৩ এ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে বনার্ঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় অভিজাত কুমিল্লা রেস্তোরায়-২তে জমকালো অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সাংবাদিক শহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর লাকসাম উপজেলা প্রতিনিধি এম.এ মান্নান। সভায় প্রধান অতিথি ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয়কারী মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল আজিজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, উপজেলা ড্রাগস এন্ড কেমিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন সিংহ, লাকসাম তথা সাংবাদিক মশিউর রহমান সেলিম, লাকসাম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহাম্মেদ, সময়ের দর্পনের নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সাপ্তাহিক লাকসাম সম্পাদক নুরুদ্দিন জালাল আজাদ, সাংবাদিক চন্দন সাহা, দেবব্রত পাল বাপ্পী, মাসুদ পারভেজ রনি, সাপ্তাহিক আলোর দিশারীর স্টাফ রিপোর্টার-রবিউল হোসেন সবুজ , জাহিদ হোসেন , রিয়াদ ভুঁইয়া, ও আবদুর রশিদসহ রাজনৈতিক- সামাজিক এবং সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে গত (০১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন লাকসাম উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।