শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুর উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: চয়ন ইসলাম সভাপতি, লাবলু সাধারণ সম্পাদক

শাহজাদপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: চয়ন ইসলাম সভাপতি, লাবলু সাধারণ সম্পাদক

বিমল কুন্ডু: দীর্ঘ ৯ বছর পর বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমূখর পরিবেশে আজ শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাবেক এমপি চয়ন ইসলাম সভাপতি ও এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে প্রথম পর্বের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ) এস,এম, কামাল হোসেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, আব্দুল আওয়াল শামীম, জেলা শাখার সহ-সভাপতি আব আবু ইউসুফ সূর্য প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, স্বপন সরকার ও মহির উদ্দিন। সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভা থেকে সহশ্রাধিক কাউন্সিলর, ডেলিকেটর, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৪ টায় দ্বিতীয় পর্বে স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হাসান আলী হাসান। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করলে অপর প্রার্থী সাবেক এমপি চয়ন ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। পরে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী ৩ প্রার্থীর মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। কাউন্সিলদের সর্Ÿোচ্চ ভোটে এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন । সন্ধ্যায় ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করেন, প্রধান অতিথি এস এম কামাল হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments