প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ১০ হাজার ৫৩৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (০৭ ফেব্রুয়ারী) রাতে পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জিহাদ মন্ডল ও আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মুক্তার হোসেন প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেন। জিহাদ মন্ডল ১৫ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধসঢ়;দ্বী নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন পেয়েছেন ৫ হাজার ৫২ ভোট।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রোববার (০৬ ফেব্রুয়ারী) রাতে আওলাই ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে সোমবার শুধু কুসুম্বা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।