আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাটছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হয়ে মারা যায়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Previous articleআগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন: শিক্ষামন্ত্রী
Next articleঅবশেষে বাল্কহেডের ভেতরেই পাওয়া গেল নিখোঁজ শ্রমিক মোতালেবের লাশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।