বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মাইজদী বাজার এলাকার বাসিন্দাদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে নোয়াখালী পুরাতন কলেজের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজিব, ইয়াছিন ও ওয়াসিমকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে উক্ত ঘটনায় জড়িত সদর উপজেলার অনন্তপুর এলাকার সাজু, সুলতান, বাপ্পি ও সোহরাবসহ ৮ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই হত্যা মামলায় বাপ্পিকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন  শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
Previous articleচাঁপাইনবাবগঞ্জের ফসলি জমিতে পোড়ানো হচ্ছে বিষাক্ত অ্যাসিডের ব্যাটারি
Next articleইউক্রেনে হামলা ‘অবিবেচক ও উস্কানিমূলক’: ন্যাটো প্রধান
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।