শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ত্রিমোহনী নদীতে বাউত উৎসব

উল্লাপাড়ায় ত্রিমোহনী নদীতে বাউত উৎসব

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার মোহনপুর ত্রিমোহনী নদীতে বাউত উৎসব হয়েছে৷ গ্রামীণ ঐতিহ্যর দলবেধে পলো দিয়ে মাছ ধরাকে বাউত বলা হয়ে থাকে৷ মোহনপুর ত্রিমোহনী নদীতে পানি কমে এখন কোমর পানি হয়েছে৷

বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসা নানা বয়সী শত শত পুরুষ পলো নিয়ে নদীটিতে মাছ ধরতে নেমেছিলেন৷ নদী জুড়ে দীর্ঘ এলাকায় মাছ ধরতে সবাই পলো নিয়ে চাপাচাপি করেছেন৷ বিকেল তিনটা অবধি বাউত উৎসব চলেছে৷ এসময় নদীর দুপাড়ে বিভিন্ন বয়সি গ্রামীণ মহিলারা বাউত উৎসব বলতে পলো দিয়ে মাছ ধরা দেখেন৷ বাউতে অংশ নেওয়া একাধিক জন বলেন এভাবে মাছ ধরা তাদের কাছে আনন্দের ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments