শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাদুমকিতে আ'লীগ-বিএনপি সংঘর্ষে ৩০ নেতাকর্মী আহত

দুমকিতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে ৩০ নেতাকর্মী আহত

বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ হামলা সহিংসতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র পূর্বনির্ধারিত বিক্ষাভ সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমের সময় দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিনত হয়। আওয়ামী লীগ, যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে। দু’পক্ষের সহিংসতায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম হাওলাদার, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, পুলিশ কনস্টবল দেলোয়ার হোসেনসহ সাত জনকে আশঙ্কাজনক অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। হামলা-সংঘর্ষের ঘটনাটিকে আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে দায়ি করেছে।

আহত বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর ও অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারাদেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দু’পক্ষে সহিংসতা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments