শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

ঈশ্বরদীতে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে বিকাশ এজেন্টের চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ের ঢালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার লক্ষিকুন্ডা নুরুল্লাপুর গ্রামের ছলিম সরদারের ছেলে সুজন (২৮), বুরামপুর গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে রিমেল রবিন বিশ্বাস (২০), চররূপপুর গ্রামের সিরাজুল বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২১) কামালপুর গ্রামের মজনু মোল্লার ছেলে রনি মোল্লা (২০) এবং বুরামপুর গ্রামের সেন্টু বিশ্বাসের ছেলে রোহান বিশ্বাস রায়হান।

রূপপুর ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান আতিক ঘটনা নিশ্চিত করে জানান, ভোর পর্যন্ত ফাঁড়ির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকৃত ৩ লাখ ২০হাজার টাকা উদ্ধার হয়েছে।

জানা যায়, লক্ষীকুন্ডা এমপির মোড়ে কনকের বিকাশ এজেন্টের চাচা রবিউল আলম ও চাচাতো ভাই অয়ন দোকার বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এমপি মোড় থেকে নামতেই ঢালের কাছে পথিমধ্যে তাদের হাতে থাকা দোকানের ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকা ৫-৬ জন যুবক ছিনিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে এক ছিনতাইকারীকে চিনতে পেরে থানায় অভিযোগ দেন কনক। পরে রাতভর অভিযান শেষে পুলিশ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments