শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক

মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক

শেখ রাজেন: মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি উপজেলার শতাধিক সংবাদকর্মী এতে অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক ছিলেন- বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। বিশেষ আলোচক ছিলেন- বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু দেশে নয়, জরিপ চালিয়ে জানা গেছে, ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিলেন, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারও পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে। তাই বেশিরভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভালো সাংবাদিক তৈরির জন্যও প্রয়োজন।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments