ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ( ১৭ এপ্রিল) উদযাপন উপলক্ষে” ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক রচনা প্রতিযোগিতা,”ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউল হক মীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ সাহাবুদ্দীন খাঁন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা তানজিলা খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়ামিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.সফিকুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্হাপক মো. আনোয়ারুল আজীম, চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনে সাব- অফিসার ছাবের আহমেদ, উপজেলা তথ্য আপা মোসা. সেলিনা আক্তার সুমি, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মুছা মজুমদার, কেরন খাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ সহ চান্দিনা উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকবৃন্দা , উপস্থিত ছিলেন।

পড়ে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ছাএ ছাএীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন  মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নোয়াখালীতে ২জনকে পিটিয়ে আহত
Previous articleকরিডোরের নিয়ন্ত্রণে বিএসএফ, পশু বিক্রিতে হয়রানির শেষ কবে দহগ্রামবাসীর প্রশ্ন
Next articleসোনাপুর ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে দুইশত বিঘা জমির ধান
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।