আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার বিজয় মঞ্চে উক্ত আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল কুমার। উক্ত আযান প্রতিযোগিতার অনুষ্ঠান উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। ১৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩ জন শিক্ষার্থী বিজয় লাভ করেন। বিজয়ীদের মধ্যে প্রথম মোঃ শাহ আলম, দ্বিতীয় রতন মিয়া এবং তৃতীয় হয়েছেন আব্দুল কাইয়ুম মন্ডল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার দেয়া হয়।

উক্ত আযান প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল কুমার, সমাজসেবা সহকারী অফিসার জনাব এ এম এস এনামুল হক, তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোকলেছুর রহমান, মাওলানা মোঃ আবুল কাশেম অধ্যক্ষ সাতদগাহ কামিল এম এ মাদ্রাসা, ইসলামি ফাউন্ডেশনের জনাব রুহুল আমীন সহ আরও অনেকে।”

আরও পড়ুন  সাতক্ষীরায় হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
Previous articleরংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Next articleবাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ও জাতীয় কবিতা মঞ্চের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।