এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো.আরিফুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। ছুরিকাঘাতে তার পেটের ডান পাশে ভুরি বের হয়ে যায়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎস শেষে বরিশাল প্রেরন করা হয়েছে।

স্থানীন সূত্রে জানা গেছে, আরিফুল ও জসিম তারা দু’জনে ওই এলাকার রনি গাজীর বাসার ভারাটিয়া এবং একই রুমে থাকতো। বৃহস্পতিবার রাতে রান্না করা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায় জসিম রুমে থাকা ছুরি দিয়ে আরিফুলকে আঘাত করে। এতে ওই শ্রমিক গুরুতর জখম হয়। আহত আরিফুল দিনাজপুর জেলার পারবতিপুর ইউনিয়নের মোস্তফাপুর আমবাড়ি গ্রামের আব্দুল মন্নানে ছেলে। সে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় শ্রমিকের কাজ করতো জানা গেছে।

কলাপাড়া হাসপাতেরে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ইকবল হোসেন জানান, আহত আরিফুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই বরিশাল বেফার করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থনে গিয়ে ছিলাম। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Previous articleপ্রথমবারের মতো কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
Next articleএনটিভির দর্শক ফোরাম আমিরাতের আহ্বায়ক কমিটি গঠন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।