বাংলাদেশ প্রতিবেদক: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী আশরাফ আলী শেখ (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ননীক্ষীর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে আশরাফকে কাঁঠাল গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে বুধবার সকালে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আসমা বেগমকে আটক করেছে। স্থানীয়রা জানান, আশরাফের স্ত্রী আসমা বেগম বহুদিন ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।