বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামের প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রবিউল চৌকিদার জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে।
তিনি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন।
শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে রবিউল পাশ্ববর্তী মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারাত্মক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।