জি.এম.মিন্টু: যশোরের কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়নে বয়স্ক ,বিধবা,স্বামি পরিতাক্তা, প্রতিবন্ধী ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তোর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে বয়স্ক, বিধবা,স্বামি পরিতাক্তা, প্রতিবন্ধী ভাতার ১০০১টা বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ফিল্ড সুপারভাইজার ফারুক হোসেন, ইউনিয়নে দায়িত্ব পালন কারী ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আব্দুস সালাম, ইউনিয়নের সকল ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, ইউপি সচিব অপুর্ব কুমার পাল। অনুষ্ঠান শেষে এক হাজার এক জনের ভিতর কার্ড নিজ হাতে বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এ সময় বিভিন্ন গ্রামের বয়স্ক ৫৪৮,বিধবা ৪২৮, প্রতিবন্ধী ২৫ জনের হাতে ভাতার বই প্রদান করেন।