বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাড়াবাইশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মুকুলের মেয়ে আয়শা (৭) ও মেহেদুলের ছেলে মিরাজ (৬)। তারা দু’জন সম্পর্কে ফুফু-ভাজিতা।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে আয়শা ও মিরাজ তাদের বাড়ির পাশে খেলা করতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তাদেরকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবা থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপির সদস্য রবিউল ইসলাম পিন্টু।