জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে গতকাল শুক্রবার থেকে দুদিন ব্যাপি বিভাগীয় ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে । ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার আয়োজনে রংপুর টাউন হলে সন্ধ্যায় অনুষ্ঠিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা । এর আগে বিকেল ৩টায় প্রবীণ ভাওয়াইয়া শিল্পী রাধা রাণী সরকার বর্নাঢ্য র্যালির উদ্ধোধন করেন ।
রংপুর ভাওয়াইয়া অঙ্গনের বিভাগীয় শাখার সভাপতি সাদা মনের মানুষ হারুন অর রশিদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রংপুর ভাওয়াইয়া অঙ্গনের সচিব শিল্পী রনজিৎ কুমার রায় এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব বিপ্লব প্রসাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, লেখক ও গবেষক আনোয়ারুল ইসলাম রাজু ।
এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন ভ্ওায়াইয়া অঙ্গন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সালমা মোস্তাফিজ ও প্রতিষ্টাতা নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজার রহমান ।প্রথম দিন গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় এবং রংপুর জেলার বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন । কাল শনিবার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন ।