শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

এস কে রঞ্জন: মুক্ত প্রানের প্রতিধ্বনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মানহানী মামলার প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনের সড়কে মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তার সভাতিত্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি এসকে রঞ্জন, রিপোটার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ। বক্তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় দেশব্যাপি বৃহত্তর আন্দোলন করার হুমকী দেন সাংবাদিকরা।

প্রতিবাদ সভার সঞ্চলনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল মেল্লা। এসময় কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.নাহিদুল হক, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.আরিফ সিকদার, মহিপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুমী শরীফ,কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments