গিয়াস কামাল: সোনারগাঁও উপজেলার পৌর এলাকার দিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। বুধবার বিকেলে স্কুল ছুটির পর স্কুলের পার্শ্ববর্তী পুকুরে হাত পা ধুতে গেলে পুকুরের পানিতে ডুবে হাবীবা আক্তার (১০) এর করুণ মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাবীবা আক্তারের মামা ফারুক আহমেদ তপন জানান, হাবীবা আক্তার বুধবার স্কুল ছুটির পর স্কুলের পার্শ্ববর্তী প্রয়াত চিত্র নায়িকা দিতির পুকুরে সহপাঠিদের নিয়ে হাত পা ধুতে যায়। এক পর্যায়ে সে পা ফসকে পুকুরে পরে যায়। ওই এলাকাটি নির্জন হওয়ায় আশপাশে কোন মানুষজন ছিল না। খবর পেয়ে তাকে উদ্ধার করা হলেও এর আগেই তার মৃত্যু হয়।
তিনি আরোও জানান, পৌর এলাকার হাতকোপা গ্রামের কাউসারের মেয়ে হাবীবা আক্তার ও তৈয়বা আক্তার দুজন জমজ বোন ছিল। তারা একই ক্লাসে পাড়াশুনা করতো। অসুস্থতার কারণে তৈয়বা আক্তার গতকাল স্কুলে যায়নি। তাদের মা কনক আক্তার কিছুদিন আগে মৃত্যুবরন করেন। তারা সোনারগাঁওয়ের পৌর এলাকার পৌরভবনাথপুর গ্রামে নানা প্রয়াত পৌর কাউন্সিলর আজম খাঁনের বাড়িতে নানীর সাথে থাকতো।