সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রত্যন্ত পল্লীর কৃষক মনির মিয়া মাঠে কাজ করাকালে রোদ গরম থেকে আরাম পেতে নিজ বুদ্ধিতে সোলারে চালিত ফ্যানের হাওয়া শরীরে নেওয়ার ব্যবস্থা নিয়েছেন ৷ তিনি সোলার প্যানেল নিজ পিঠে বেধে মাথার উপরে ফ্যান ঘোরানোর ব্যবস্থা করেছেন ৷

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মনির মিয়া কৃষি কাজ করেন ৷ তিনি মাঠে এবারে ধান কাটা ও ধানের খড় শুকানোসহ মাঠে কৃষি কাজে রোদ গরম থেকে আরাম পেতে একটি সোলার প্যানেল পিঠে বেধে নেন ৷ সোলার প্যানেলটিতে বাধা হয়েছে একটি ফ্যান ৷ এটি মাথার উপরে চলে ৷ তার এমন একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ৷ সেখানে তাকে বলা হচ্ছে ডিজিটাল কৃষক ৷

কৃষক মনির মিয়া জানিয়েছেন সব মিলিয়ে তার প্রায় এক হাজার টাকা খরচ হয়েছে ৷ তিনি সোলারের বিদ্যুতের মাধ্যমে ম্প্রে মেশিন চালিয়ে ফসলের জমিতে কীটনাশক ছিটিয়ে থাকেন ৷

আরও পড়ুন  টেকনাফে অস্ত্র ও ইয়াবা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সলিমসহ গ্রেপ্তার ৩
Previous articleরোহিঙ্গা সহায়তার তহবিল নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা
Next articleঅবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ না হলে ব্যবস্থা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।