আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর কেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডাম্পের বাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন,সুনামগঞ্জ -১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

আজ (২৮মে)শনিবার দুপুরে উপজেলা পাটলাই নদীর উপর ৪৩ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে, ৪৫০ মিটার সেতুর নির্মাণাধীন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাহাদ হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর আহমেদ, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মনির মিয়া,প্রমুখ।

এ সময় তিনি বলেন আওয়ামি লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে ছোঁয়া লেগেছে,তিনি বলেন আমাদের হাওরাঞ্চলের জনগণের মানুষের প্রতি বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, এই অঞ্চলের প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোতে আলোকিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডাম্পের বাজার সেতু সহ নির্মাণাধীন,এছাড়াও এ অঞ্চলের মানুষের যোগাযোগের উন্নয়নে বিভিন্ন স্থানে সেতু রাস্তাট হয়েছে ও নির্মাণ কাজ চলছে। উনি আর বলেন অচিরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ হতে নেত্রকোনা উড়াল সেতুর কাজ উদ্বোধন করবেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় প্রায় ২কোটি ১০লক্ষ ৭৬হাজার টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের কার্যালয়ে,কয়লা আমদানি কারক ব্যবসায়ীদের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  ভূঞাপুরে সাব-রেজিষ্টারকে দেয়া ঘুষের টাকা ফেরৎ চেয়ে উকিল নোটিশ !
Previous articleকালিহাতীতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংর্ঘষের ঘটনায় আটক ৫, নিহতের দাফন সম্পন্ন
Next articleলাকসাম থানার ৩শ’ গজের মধ্যে চুরির ঘটনায় গ্রেফতার ৬, রিমান্ডে ১
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।