বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজির বাঘাইড়। ১২০০ টাকা কেজি ধরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয় মাছটি।
শুক্রবার সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে।
মানিক হালদার জানান, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে ৪৭ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি। স্থানীয় আড়ত থেকে মাছটি কিনেন তারা। এরপর ঝিটকা বাজারে মাছটি কেটে ১২০০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এ সময় বিশাল আকৃতির বাঘাইড় দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, মাছের প্রজননের স্থান হরিরামপুরের পদ্মায় বোয়াল, কাতল, চিতল ও আইড়সহ অনেক বড় মাছ ধরা পড়ছে।