ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলার আমজোয়ান গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। রবিবার (২৬ জুন) সকালে নাচোল ইউনিয়নের আমজোয়ান গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাচোলে আমজোয়ান গুচ্ছগ্রামে ধানের ক্ষেতে কাজ করে সকালের খাবার খেতে বাড়িতে যাওয়ার সময় ধানের ক্ষেতের পড়ে ছিল নিহত আশরাফুল ইসলাম। ক্ষেতে বৈদ্যুতিক তারে শর্ট লেগে পড়ে ছিল বলে জানায় স্থানীয়রা।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান জানান, পড়ে থাকা মরদেহ স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Previous articleপ্রথম পর্যায়ে ডিজিটাল সনদ-কার্ড পাচ্ছেন ৩৭ হাজার বীর মুক্তিযোদ্ধা
Next articleআলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।