শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর নগরীর সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যবসায়ী গোলাম মোস্তফার ইন্তেকাল

রংপুর নগরীর সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যবসায়ী গোলাম মোস্তফার ইন্তেকাল

জয়নাল আবেদীন: রংপুর নগরির সর্বজন শ্রদ্ধেয় প্রবীন বস্ত্র ব্যবসায়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি রংপুর চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক পরিচালক গোলাম মোস্তফা বুধবার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর । মৃত্যুকালে তিনি বীর মুক্তিযোদ্ধা স্ত্রী ২ছেলে ১ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন ।

বৃহস্পতিবার বাদ যোহর কামাল কাছনা বড় মসজিদ চত্তরে নামাজে জানাজা শেষে কামালকাছনার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয় । এদিকে রংপুর নগরির প্রবীন বস্ত্রব্যবসায়ি গোলাম মোস্তফা ক্লথ স্টোরের মালিক গোলাম মোস্তফার মৃত্যুতে শোক এবং শ্রদ্ধা জানিয়ে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত নগরির সমস্ত কাপড়ের দোকান বন্ধ রাখা হয় । প্রয়াত গোলাম মোস্তফার নামাজে জানাজায় অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন । বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত ছিলেন তিনি ।

বাংলাদেশ আওয়ামীলীগের দুসময়ে তিনি অনেক সহযোগিতা করেছেন দলীয় নেতা কর্মিদের সাংগঠনিক কাজে । ১৯৭৫সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর তিনি রংপুরে প্রতিবাদ করেছিলেন । এরপর যখন কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারন করেনি এমনকি ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন সেসময় তৎকালীন কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা আবুল কাশেমকে প্রতিবাদী লিফলেট তৈরীতে আর্থিক সহযোগিতাও তিনি করেছিলেন । এদিকে তাঁর মৃত্যুতে গোটা নগরিতে শোকের ছায়া নেমে আসে ।

জানাজার নামাজের আগে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব টিটু ,মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গির , মোছাদ্দেক হোসেন বাবলু প্রয়াত গোলাম মোস্তফার বড় ছেলে মোজতবা হোসেন রিপন ছোট ছেলে শিমুল বক্তব্য প্রদান করেন ।

প্রয়াত গোলাম মোস্তফা রংপুর ডায়াবেটিক সমিতি,রংপুর রেডক্রিসেন্ট ইউনিট রংপুর ফাউন্ডেশন,সহ অসংখ্য সামাজিকও মানবিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য সহ যুক্ত ছিলেন ।শুক্রবার বাদ আসর মরহুমের বাসা নগরির কামাল কাছনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments