মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে বন্যা পরবর্তী স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা, রয়েছে স্বাস্থ্যঝুঁকি

তাহিরপুরে বন্যা পরবর্তী স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা, রয়েছে স্বাস্থ্যঝুঁকি

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলেও, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েই চলছে, স্বরণকালের প্রলয়ংকরী বন্যার উত্তাল ঢেউয়ের আঘাতে বাড়িঘর সহ তছনছ করে, প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবারের টয়লেট, এতে স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা দেখা দিয়েছে। রয়েছে এ অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি। বন্যায় টয়লেট গুলো ভেঙে নিয়ে যাওয়ায় মল-মুত্র খোলা টয়লেটে সরাসরি পানিতে ত্যাগ করতে চরম ভোগান্তিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।

স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ভালো টয়লেট প্রতিটি মানুষের জন্যই অপরিহার্য। বিষটি যতই হাস্যকর মনে হোক না কেন,টয়লেট এড়িয়ে চলার কোন সুযোগ নেই কারোই।কিন্তু এই গেল বন্যার উত্তাল ঢেউয়ের আঘাতে এ অঞ্চলের প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবারের টয়লেট ভেঙে যাওয়ায়,বাধ্য হয়ে বস্তাদিয়ে কোন রকম আটকা দিয়ে ঝুলন্ত খোলা টয়লেটেই মলত্যাগ করছে তারা।আবার এই পানি দিয়েই রান্নাবান্না সহ ধোয়ামোছার কাজ করছে প্রতিনিয়ত।এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।

সরেজমিন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা, মইয়াজুরী, মুজরাই,শ্রীয়ারগাও, কামালপুর, তরং,শিবরামপুর, ইন্দ্রপুর,ছিলানী তাহিরপুর, জয়পুর,গোলাবাড়ি,ইসলামপুর,শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও, রামসিংহপুর,হুকুমপুর,সন্তোষপুর,জয়শ্রী, সহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবারের স্বাস্থ্যসম্মত টয়লেট থাকলেও সবগুলো ভাঙাচোরা। ব্যবহারের অনুপযোগী।পাশেই রয়েছে বাঁশ ও বস্তা দিয়ে তৈরি ঝুলন্ত খোলা টয়লেটে সরাসরি পানিতে মলত্যাগ করতে হয়।

এ সময় কথা হয় শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিবেশ কর্মী হাদিউজ্জামান এর সাথে উনি বলেন এই অঞ্চলের অধিকাংশ পরিবার এমনিতেই অভাব-অনটনে খেয়ে না খেয়ে দিনাতিপাত করে,তারমধ্যে গেল বন্যায় ঘরবাড়ি হারিয়ে এই অঞ্চলের প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রিত ছিল, আসতে আসতে বাড়িঘরে ফিরছে।কেউ কেউ মেরামত বা নির্মাণ করার সামর্থ্য না থাকায় এখনো ভাঙ্গাচোরা ঘরেই দিনাতিপাত করছে, এমতাবস্থায় টয়লেট নির্মাণ করবে কিভাবে,এই বস্তা দিয়ে কোন রকম আটকা দিয়ে ঝুলন্ত খোলা টয়লেটে সরাসরি পানিতে মলত্যাগ করছে।এতে এ অঞ্চলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ ব্যাপারে সরকারি ভাবে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করছি।

এ ব্যাপারে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও গ্রামের ফটিক মিয়া বলেন আমাদের এলাকায় প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবারের ঘরবাড়ি ক্ষয়ক্ষতিসহ টয়লেট ভেঙ্গেচুরে নিয়ে গেছে এখন অনেকেই বাধ্য হয়ে বস্তা দিয়ে খোলা টয়লেট বানিয়ে পানিতেই মলত্যাগ করছে। আর এই পানি দিয়েই রান্নাবান্না সহ অন্যান্য কাজ করছে।

এ ব্যাপারে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাজিনুর মিয়া বলেন বন্যায় আমার ওয়ার্ডের প্রতিটি গ্রামের প্রায় ৯০ শতাংশ পরিবারের টয়লেট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমানে এই পরিবার গুলো ঝুলন্ত খোলা টয়লেটে সরাসরি পানিতে মলত্যাগ করছে, এতে আমার ওয়ার্ডের জনগণ রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

এ বিষয়ে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার বলেন গেল বন্যায় এ ইউনিয়নে ৯০ভাগ পরিবারের টয়লেট ভেঙ্গেচুরে ব্যবহারে অনুপযোগী হওয়ায় খোলা টয়লেটে সরাসরি পানিতে মলত্যাগ করছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন বাসী। স্বাস্থ ঝুকি এড়াতে উর্ধতন কতৃপক্ষের নিকট জোরালো ভাবে আবেদন জানিয়েছি, তাঁরা আশ্বস্ত করেছেন। দ্রুত ব্যবস্তা গ্রহণ করবেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন স্যানিটেশন বিষয়ে আমরা উর্ধ্বতন কর্মকর্তাগনের প্রস্তাবনা পাঠিয়েছি নির্দেশনা আসলে প্রয়োজন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সসরকারি-বেসরকারি ভাবে জরিপ চলছে, উপর হতে নির্দেশনা আসলে, নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments