শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রীবরদীতে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

শ্রীবরদীতে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৫ আগষ্ট শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহিদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সোমেশ্বরীতে শেখ কামালের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, সাংবাদিক তাসলিম কবির বাবু।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চারজন প্রশিক্ষিত যুবক-যুবতীর মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ৩০ জনের মাঝে ফলজ, বনজসহ ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments