শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় জাগ দিতে অন্য এলাকায় বয়ে নেওয়া হচ্ছে কাটা পাট

উল্লাপাড়ায় জাগ দিতে অন্য এলাকায় বয়ে নেওয়া হচ্ছে কাটা পাট

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন এলাকার কৃষকেরা পাট জাগ দিতে অন্য এলাকায় নিচ্ছেন ৷ কাটা পাট নানা বাহনে বয়ে অন্য এলাকায় নেওয়া হচ্ছে ৷ এবারে এখনো স্বাভাবিক বর্ষা হয়নি ৷ অনেক এলাকায় মাঠে খালে পানি নেই বলে পাট জাগ এমন সমস্যা দেখা দিয়েছে ৷ উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কৃষকেরা দেশীসহ নানা জাতের পাটের আবাদ করেছেন ৷

উপজেলা কৃষি অফিস সুত্রে , সরকারী লক্ষ্যমাত্রা ধরা ছিলো ১ হাজার ৬৯০ হেক্টর পরিমাণ জমিতে পাটের আবাদ ৷ সেখানে এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশী পরিমাণ জমিতে আবাদ হয়েছে বলে জানা গেছে ৷ আগাম আবাদের পাট অনেক আগেই কাটা হয়েছে ৷ উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এখন পাট কাটা হচ্ছে ৷

স্বাভাবিক বর্ষা হলে বিভিন্ন মাঠের কাটা পাট কৃষকেরা এলাকার খাল বিলে ছাড়াও মাঠে উঠা বন্যার পানিতে পাট জাগ দিয়ে থাকেন ৷ এবারে পাট জাগ দিতে বেশ সমস্যা দেখা দিয়েছে ৷ সদর উল্লাপাড়া ইউনিয়নের মধ্য বাখুয়া মাঠে বেশ ক’জন কৃষক পাটের আবাদ করেছেন ৷ এরা কাটা পাট জাগ দিতে অন্য এলাকায় নিয়ে যাচ্ছেন ৷ একজন কৃষককে প্রায় দেড় বিঘা জমিতে আবাদ করা কাটা পাট জাগ দিতে ট্রলিতে করে অন্য এলাকায় নিতে দেখা গেছে ৷

তিনি জানান স্বাভাবিক বর্ষা হলে মাঠের নীচু এলাকায় পাট জাগ দিতে পারতাম ৷ এবারে পানি না থাকায় প্রায় দেড় কিলোমিটার দুরের একটি খালে জাগ দিতে ট্রলিতে করে নিয়ে যাচ্ছেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments