মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সোয়া ১০টায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাওঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক মিলন কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস,
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, সমাজেসবক গৌরী চন্দ সেতু, ভক্ত অনিতা দাস, সাংবাদিক কামাল সুকরানা প্রমুখ।

অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কে আলোকপাত করা হয়। শেষে মন্দির উ্ন্নয়নে ১৩ মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের অনুদানের ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments